পূর্ত,বিদুৎ ও যান্ত্রিক শাখা

 প্রচ্ছেদ / পূর্ত,বিদুৎ ও যান্ত্রিক শাখা

পূর্ত (নগর) পরিকল্পনা শাখার কার্যাবলী :

*পৌরসভার মাস্টার প্ল্যান প্রনয়ন ও বাস্তবায়নের জন মনিটরিং করা।
*মাস্টার প্ল্যানের সাথে সংগতি রেখে নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করা।
*পৌর এলাকার ভিতর সকল সরকারি - বেসরকারি স্থাপনা সমূহ এর অনুমোদনের জন্য উধ্ধর্তন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা।
*পৌর এলাকার ইমারত নির্মান বিষয়ে বই সংরক্ষন করা।
*পৌর এলাকার ইমারত নির্মান বিধিমালা ১৯৯৬ অনুসারে ইমারত নির্মান বিষয়ে সুপারিশ করা ও নিয়ম বর্হিভুত ইমারত নির্মানকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
*পৌর এলাকার সৌন্দর্যবধৃক কাজের জন্য উধ্ধর্তন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা।

 

বিদ্যুৎ শাখার কার্যাবলী : 

*পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বৈদ্যুতিক খুটিতে এনার্জী সেভিং বাল্ব স্থাপনের মাধ্যমে পৌর এলাকার রাস্তা সমূহ আলোকিত করা/রাখা।

 

যান্ত্রিক শাখার কার্যবলী :

* গ্যারেজ ট্রাক, বীম লিফটার, রোড রোলার, জেনারেটর, জীপ গাড়ি, পিক-আপ সহ সকল যানবান রক্ষনাবেক্ষন করা হয়।
* রোড রোলার ভাড়া দেওয়া হয়।
* রোড রোলার ভাড়া প্রতিদিন ভাড়া, ভ্যাট, ফরমের মূল্য সহ = ২৯২৫/- টাকা।
যোগাযোগ :
উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
টাংগাইল পৌরসভা

 

 

পূর্ত (নগর), বিদ্যুৎ, যান্ত্রিকশাখার বিভিন্ন সেবার মূল্য 

                                                                                                                                            

সেবা সমূহ

সেবা প্রাপ্তির প্রক্রিয়া

সেবার মূল্য

সময়

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

 

 

 

 

 

রাস্তা কর্তনের অনুমতি(গ্যাস/পানি লাইন)

 

 

 

আবদেনকারী র্কতৃক  মেয়র বরাবর লিখিত আবদেন

(প্রতি বর্গফুট)

 

 

 

১৫ দিন

 

 

 

উপ-সহ: প্রকৌশলী (র্পূত)

সিসি রাস্তা-২০০০/-

কার্পেটিং-টা:১৫০০/-

এইচ বিবি- টা:১১০০/-

সলিং- টা:৯০০/-

কাঁচা রাস্তা- টা:৮০০/-

ড্রেন বোরিং- টা

 

 

 

রোড রোলার ভাড়া প্রদান

ক) ৮-১০ টনী খ) ৬-৮ টনী

আবদেনকারী র্কতৃক  মেয়র বরাবর লিখিত আবদেন

টাঃ ২৫০০/- প্রতি দিন

 

 

 

০১ দিন

উপ-সহ: প্রকৌশলী (যন্ত্র)

 

 

 

ঠিকাদার তালিকাভুক্ত করণ ও নবায়ন

 

 

আবদেনকারী র্কতৃক  মেয়র বরাবর লিখিত আবদেন

বিশেষ শ্রেনীর: টা:২,০০০/-

 

 

 

১ মাস

 

 

 

 

নির্বাহী প্রকৌশলী

১ম শ্রেনীর : টা:১,৫০০/-

২য় শ্রেনীর: টা:১,০০০/-

৩য় শ্রেনীর  : টা:৫০০/-

সরবরাহকারী : টা ৩০০/-

 

 

রাস্তা-ড্রেন সংস্কার ও রক্ষণাবেক্ষন

চলমান

বিনা মূল্যে

 

 

 

 

 

সড়ক-বাতি রক্ষণাবেক্ষন সেবা

 

আবেদনের ভিত্তিতে পৌরসভার তত্বাবধায়নে

 

সম্পত্তরি বার্ষিক মূল্যায়নরে ৩% হারে

 

 

১৫ দিন

 

 




 

  •   এলেঙ্গা, কালিহাতী, টাংগাইল
  •   ০১৭৬২২৪২৯৪২

ফটো গ্যালারি