হিসাব শাখার কার্যবলী :
* পৌর সভার হিসাব-নিকাশ করা।
* প্রতিটি লেনদেনের ডাবল এন্ট্রি নিশ্চিত করা।
* হিসাব শাখার সমস্ত নথিপত্র, রেজিষ্টার, লেজার বুক ট্রেজারী রুলস অনুসারে সংরক্ষণ করা।
* পৌরসভার আয়-ব্যয় নিয়ন্ত্রন করা।
* বাজেট প্রনয়ন করা।
* পৌরসভার স্ব-স্ব বিভাগ/শাখার বিল ভাউচার পরীক্ষা নিরীক্ষা করা।
* কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল তৈরী করা।
* হিসাব সংক্রান্ত নথিপত্র, চেক বহি, বিল পরিশোধ রেজিস্টার, ভ্যাট ও আয়কর সংক্রান্ত রেজিস্টার সংরক্ষণ করা।
* অডিটের জন্য প্রয়োজনীয় জবাব/ বিবরনী প্রস্তুত করা।
* বিভিন্ন ফরম বিক্রয়ের রেজিস্টার, রেকর্ড তদারক ও সংরক্ষন করা।
* পৌরসভার দৈনন্দিন অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যয়ের হিসাব সংরক্ষণ করা।
* ঠিকাদারী প্রতিষ্ঠানের বিল পরিশোধের সার্টিফিকেট প্রদান করা।
* এছাড়াও কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত সকল কাজ।